বর্তমান সময়ে টেলিভিশন নাটকের পরিচিত মুখ ইরফান সাজ্জাদ। গল্পের প্রয়োজনে নানা চরিত্রে দেখা গেছে তাকে। তার সাবলীল অভিনয় দর্শক হৃদয় জয় করেছে। এবার ফুড ডেলিভারি ম্যানের চরিত্রে অভিনয় করলেন ইরফান। ‘ফুড ডেলিভারি ম্যান’ নামে একক এ নাটক পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু। এটি প্রযোজনা করছেন আতিকুর রহমান। গল্প প্রসঙ্গে পরিচালক জানান, বাবা মারা যাওয়ার পর ছোট বোন ও মাকে নিয়ে ঈশানের সংসার। বোন মাস্টার্সে পড়ছে আর মা গৃহিণী। কাজের জন্য প্রতিদিন সকালবেলা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে ঈশান। যে রাস্তা দিয়ে ঈশান যায়, সেই রাস্তায় সকালবেলা এক মেয়ে হাঁটতে বের হয়। মেয়েটি লক্ষ্য করেÑরাস্তায় বয়স্ক কোনো পুরুষ ভিক্ষুক দেখলে সাইকেল থামিয়ে তাকে ১০ টাকা করে দেয় ঈশান। এমন দৃশ্য কয়েকদিন চোখে পড়ে মেয়েটির। কয়েকদিন তাদের চোখাচোখিও হয়! হঠাৎ একদিন মেয়েটির ফ্ল্যাটে খাবার ডেলিভারি দিতে যায় ঈশান। এ সময় দুজনেই খুব অবাক হয়ে যায়। ছেলেটি খাবার দিয়ে চলে আসে কিন্তু ডেলিভারি চার্জ আনতে ভুলে যায়, রাস্তায় এসে টাকার কথা মনে পড়ে ঈশানের। কিন্তু ফিরে গিয়ে টাকা আনতে লজ্জা বোধ করে! তারপর গল্পে নতুন মোড় আসে। ঈশান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আর মেয়েটির চরিত্রে দেখা যাবে সাফা কবিরকে। আশাবাদ ব্যক্ত করে নির্মাতা আতিফ আসলাম বাবলু বলেন, ‘নাটকে একজন শিক্ষিত ডেলিভারি ম্যান ও এক মেয়ের প্রেমের গল্প দেখা যাবে। ইরফান সাজ্জাদ ও সাফা কবির জুটিকে ভিন্নভাবে দেখতে পাবেন দর্শক। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’ এরই মধ্যে এ নাটকের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলেও জানান এই নির্মাতা।