সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকারকে বদলী করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর ) সরকারী এক প্রজ্ঞাপনে তাকে সোনারগাঁ থেকে ফরিদপুর জেলার নগরকান্দায় বদলী করা হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ঢাকা এর মোঃ সেলিম রেজার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারী করা হয়েছে। একই সঙ্গে রকিবুর রহমান খাঁন (১৬৬৯২) কে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে সোনারগাঁয়ে যোগদানের আদেশ করা হয়েছে।
এব্যাপারে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, আমি এখনও কোন চিঠি পাইনি। মেইল চেক করে দেখি কি কারণে বদলী করা হয়েছে।