সোনারগাঁয়ে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন।
সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপকমিটির সাবেক সহ-সম্পাদক এএইচএম মাসুদ দুলাল, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ সভাপতি আরমান হোসেন মেরাজ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, আরিফ হোসেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম রবীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আহাম্মেদ আলী তানভীর প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবাষিকীর কেক কেটে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে বাড়িমজলিশে এসে শেষ হয়। র্যালীতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।