কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে ডুবে এক শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
এলাকাবাসী জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলও ঝাঁ গ্রামের রাঙ্গা মিয়ার পুত্র আরাফাত রহমান সানি(৫) ১১ নভেম্বর আনুমানিক সকাল ১০ঘটিকার দিকে সকলের অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার ভাসমান লাশ দেখতে পেয়ে বাড়ীর লোকজন চিৎকার দেয়। এলাকাবাসী ও তার বাবা ছুটে এসে সানিকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সানির মরদেহ এক নজর দেখতে ভিড় জমায়। ওই দিন সন্ধ্যায় পারিবারিক কবরস্থানের তার লাশ দাফন সম্পন্ন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পিতা-মাতা একমাত্র পুত্র হারিয়ে বার বার মুচ্ছা যাচ্ছেন।