মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন এর বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মানববন্ধনের প্রতিবাদে গজারিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল উত্তর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা চত্তরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান দেওয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী (খোকন), মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক শাহজাহান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তালেব ভ’ইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলামিন দেওয়ান প্রমুখ।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলার তৃণমূল আওয়ামী লীগে নেতৃবৃন্দের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে গত ৬ নভেম্বর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কোটি টাকায় পদ পদবি বিক্রির অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যা বিভিন্ন অনলাইন ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।