ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারার মধ্যে উপজেলা যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
যে এলাকায় ১৪৪ ধারা জারি থাকে সে এলাকায় ৫ এর অধিক লোক কোন স্থানে জমায়েত হতে পারবে না এবং কোন রাজনৈতিক সংগঠন অথবা কোন ব্যক্তি কোন প্রকার মিছিল মিটিং করতে পারবে না আইনে উল্লেখ থাকলেও হরিপুর উপজেলা যুবলীগ তাদের প্রতিষ্ঠা বার্ষিকী শতশত লোকের সমাগমের মাধ্যমে পালন করলেন।
সোমবার সকাল ৮টায় হরিপুর উপজেলা দলীয় অফিসে পতাকা উত্তোলনের মাধ্যমে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী শুভ উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি নুজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। এ সময় যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১১টায় র্যালী শেষে উপজেলা দলীয় কার্যালয়ের বারান্দায় মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ১৪৪ ধারা জারির মধ্যে কেউ মিছিল মিটিং করতে পারবে না। ১৪৪ ধারা অমান্য করে যুবলীগ দলীয় কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে আমি শুনেছি।
উল্লেখ, গত উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে-বিপক্ষে নির্বাচন করা নিয়ে হরিপুর আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। উপজেলা নির্বাচনের পর যারা নৌকার বিপক্ষে নির্বাচন করেছিল তাদের মধ্যে কয়েকজনকে উপজেলা কমিটির দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন সদস্য অন্তর্ভূক্ত করে। এই নিয়ে হরিপুর উপজেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। আর তখন থেকে এই দুইটি গ্রুপ তাদের দলীয় আধিপত্ত্ব বিস্তার করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের দুই গ্রুপের নিজেদের মধ্যে আধিপত্ত্য বিস্তার ও ইউনিয়ন বর্ধিত সভাকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উপজেলার ৬টি ইউনিয়নে লাঠি-সোডা নিয়ে তাদের উভয় গ্রুপের মহড়া দিয়ে বেড়াচ্ছে। এতে স্থানীয় জন-সাধারণ, স্কুল-কলেজগামী ছাত্র/ছাত্রী ও চলমান জেএসসি/জেডিসি পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ায় এবং জনসাধারণের জান-মালের নিরাপত্তার বিঘœ ঘটার আশঙ্কায় হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে গত বৃস্প্রতিবার সকাল ১০টা থেকে হরিপুর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।