ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে জেলার ১ লাখ ৬ হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। তলিয়ে গেছে ৪৩৫টি মাছের ঘের। এছাড়াও ১২০কিলোমিটার সড়ক ও ২২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান। ভেঙে পরেছে কয়েক হাজার গাছ। ঝড়ে ভেঙে পড়া গাছ চাঁপায় উজিরপুর উপজেলায় আশলতা মজুমদার (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার বিকেলে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মোঃ আনিসুর রহমান জনকণ্ঠকে জানান, ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকা অতিক্রমকালে বরিশালে সর্বোচ্চ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয় ঘন্টায় ৮৭ কিলোমিটার। গত ৯ নভেম্বর দুপুর থেকে রোববার বিকেল পর্যন্ত ২২২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের কারণে নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। পানিবন্দি হয়ে পরে নগরবাসী। ঘরবাড়ির মধ্যে পানি ঢুকে পরে।
এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়ায় রোববার সকাল থেকে সোমবার পর্যন্ত জেলার কোথাও বিদ্যুৎ নেই। তবে সোমবার বিকেলে নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও এখনও জেলার দশটি উপজেলার কোথাও বিদ্যুৎ নেই।
সোমবার বিকেলে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জনকণ্ঠকে জানান, উপজেলায় চার হাজার কাঁচা ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ১৫ হাজার গাছপালা, পাঁচ হাজার পুকুর, চার হাজার হেক্টর ফসলী জমি, পাঁচশ’ হেক্টর জমির পানের বরজ, দুইশ’ হেক্টর জমির খেসারী ক্ষেত, ১৫০ হেক্টর জমির সবজি ক্ষেত, ১৫ হেক্টর জমির কলাবাগান, একশ’ মুরগীর খামার, ২০টি ডেইরী খামার, ৩৫টি ছাগলের খামার ও ১০টি মাধ্যমিক বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে জেলার দশ উপজেলার তিনশ’ কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ১২০ কিলোমিটার সড়ক এবং ১ লাখ ৬ হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। এ ছাড়া ৪৩৫টি পুকুরের মাছ বের হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।