লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ধানকাটাকে কেন্দ্র করে এক সংঘর্ষে উভয়ে পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আশংকাজনক অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১১ নভেম্বর) দুপুরে ৫জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ওমর ফারুক। এরআগে গত শুক্রবার দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের পুবর্ সারডুবী গ্রামে ধনীটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, সাইদুল ইসলাম (৪৫), ইউনুছ আলী(৪৮), আবদুর রহমান (৫৫), মাহাবুর রহমান(৩৫) ও নুরইসলাম (৩৩)।
আহতরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পর আশংকাজনক অবস্থায় মাহামুদ হাসান লাবু (৩২), সাইফুল ইসলাম শাকিল (১৯),আবু সাঈদ (৩৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাফিজুল ইসলাম (৩৫),ভ্যান চালক কালাম হোসেন (৩৫), বাবুল হোসেন (৪০) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত শুক্রবার উপজেলার পুর্ব সারডুবী গ্রামের আফজাল মোক্তারের ছেলে আবু সাঈদ তার নিজস্ব জমিতে তার ছেলে,ভাইকে নিয়ে ক্ষেতের পাকা ধান কাটা শেষে ধান নিয়ে বাড়ি ফেরার পথে ওই এলাকার মৃত রহমান খানের ছেলে সহিদুল ইসলাম ওই জমি তার নিজের দাবী করে তার লোকজনসহ আবু সাঈদ ও তার ছেলে, ভাই, চাচাকে গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও পাথর নিক্ষেপ করে আহত করেন। এ সময় বাবা আবু সাঈদকে বাঁচাতে গেলে তার ছেলে সাইফুল ইসলাম শাকিলকে কুপিয়ে যক্ষম করেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর আশংকাজনক অবস্থায় ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আবু সাঈদ বাদী হয়ে তার চাচাতো ভাই খতিব উদ্দিন সাইদুল ইসলামসহ ৯ জনের নাম উল্লোখ্য করে গত রোববার (১১ নভেম্বর) সকালে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করলে দুপুরেই ৫জনকে গ্রেফতার করে পুলিশ।
সাইদুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (১৯) বলেন, জমির ধানকাটা নিয়ে সংঘর্ষ হয়েছে। আমি আমাদের জমিতে ধান কাটতে গেলে তারা দেশীয় বিভিন্ন নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলার পর্যায়ে আমি অচেতন হয়ে পড়ি। পরে সঙ্গা ফিরে এলে হাসপাতালের বেডে শুয়ে আছেন দেখতে পান। তিনি বর্তমানে অসুস্থ তাই এ ব্যাপারে পরে বিস্তারিত বলবেন বলে জানান।
হাতীবান্ধা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) ওমর ফারুক ডেইলি বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আজ অভিযোগ পাওয়ার পর পরই ৫জনকে গ্রেফতার করে বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানান।