রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে সিরাজদিখানে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা ডাকবাংলার সামনে যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর আলোচনা সভা শেষে কেককাটা হয়। উপজেলা আওয়ামী যুবলীগ আহব্বায়ক মঈনুল হাসান নাহিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহব্বায়ক মোঃ মাসুদ লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. তাহমিনা আক্তার তুহিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, থানা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ, সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ।