“সকল শ্রমিক এক হও” সড়কে নিরাপত্তা ও আমরা সকল চালক নিরাপদ সড়ক চাই শ্লোগানে রংপুরে মাইক্রো চালকদের আট দফা দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে রংপুর নগরীর চেকপোস্ট মাইক্রো স্টান্ডে রংপুরে কর্মরত মাইক্রো চালকরা একত্র হয়ে নতুন সড়ক নিরাপত্তা আইনে তাদের সমস্যার কথা তুলে ধরে তারা তাদের পক্ষ থেকে সরকারের কাছে আট দফা দাবী পেশ করেন। তাদের দাবীগুলো হচ্ছে-৭৯ ধারা মতে-প্রাইভেট গাড়ি ভাড়ায় চালানোর অনুমোদন দেয়া ও জেল জরিমানা প্রত্যাহার করা। ৮৫ ধারা মতে-দেশের সকল রুটে ট্রাফিক সাইন লাগানো। ৯৮ ধারা মতে-একই রুটে নছিমন, ভটভটি ট্রাকটর, ব্যাটারি চালিত গাড়ি ও হাইওয়েতে রুটের পাশে হাট বাজার সরিয়ে দেয়া-না সরালে জরিমানার হার ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল। ৯০ ধারা মতে প্রতিটি সড়কে পার্কিং ও নো পার্কিং সংকেত লাগানো। ৯১ ধারা মতে- দেশের প্রতিটি রুটে গতি সীমা ফলক লাগানো। প্রতিটি গাড়ি রিকুজিশন নিজ জেলায় করা। শুধুমাত্র কার, জিপ-বাস মাইকেক্রা বাসে বাম্পার অনুমোদন দেয়া এবং মামলার জরিমানার টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা।
চালক রাজা মিয়া, লিটন, সবুজ মিয়া ও রফিকুল ইসলাম এবং নুরুল ইসলাম তাদের বক্তব্যে বলেন, আমরা পাশ হওয়া নতুন সড়ক নিরাপত্তা আইনকে সম্মান ও শ্রদ্ধা করি। কিন্তু আমাদের উল্লিখিত দাবীগুলো সন্নিবেশিত করা হলে আমরা নিরাপদে স্বাচ্ছন্দে গাড়ি চালাতে পারবো। তারা আরও জানান, যেহেতু জরিমানাতে বলা হয়েছে সর্বোচ্ছ-এখানে সর্বনি¤œ লেখা নেই। তাই কোন ড্রাইভার যদি অজ্ঞতাবশত ভুল করে ফেলে তাহলে তার কাছ থেকে যেন সর্বোচ্ছ জরিমানাটা না নিয়ে ইনসাফ করা হয়।