ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বরিশালের বেশ কয়েকটি এলাকা। সোমবার দুপুরে জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী জেলার দশটি উপজেলায় ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হাজার ৫০টি ঘরবাড়ি। এরমধ্যে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৫০টি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন হাজার ঘরবাড়ি। পাশাপাশি দশটি বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রমতে, ঝড়ের তান্ডবে ছয় হাজার হেক্টর রবিশস্য, দুই হাজার হেক্টর খেসারি ডাল ও চার হাজার হেক্টর সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ৫৫ হেক্টর চারণভূমি, ৪৩৫টি মাছের ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ মিটার বেড়িবাঁধ ও ১২০ কিলোমিটার কাঁচা রাস্তারও বেহাল দশা। পাশাপাশি মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়নে গবাদিপশু মারা গেছে। সোমবার জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের স্বাক্ষরিত প্রতিবেদন এ তথ্য পাওয়া গেছে।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব কেটে যাওয়ার পর আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল থেকে পর্যায়ক্রমে তারা নিজেদের বাড়িঘরে ফিরে গেছেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসন কর্তৃপক্ষ। দুপুরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, জেলার নির্ধারিত সাইক্লোন শেল্টারসহ ৬৫৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন কমপক্ষে এক লাখ ২০ হাজার মানুষ। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ছিল ৬১ হাজার ও পুরুষ ৫৯ হাজার। সোমবার সকাল থেকে ঝড়ের প্রভাব কেটে গেলে আশ্রিতরা নিজেদের বাড়ি ফিরেছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়কালীন আশ্রয়কেন্দ্রগুলোতে সবসময় নিরাপত্তা ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছে। তাদের আনন্দমুখর রাখার জন্য খিচুড়ি ও বিভিন্ন খাবার পরিবেশন করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ে উজিরপুর উপজেলায় গাছ চাঁপায় আশালতা মজুমদার (৬৫) নামের এক নারী মারা গেছে। নিহত আশালতার পরিবারকে ইতোমধ্যে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ঘর তৈরি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।