ঘূর্ণিঝড় বুলবুলের সুযোগ নিয়ে সোমবার গভীর রাতে নগরীর সাগরদী বাজারের ফজিলত স্টোর ও বিপরীত পাশের মা জুয়েলার্স এবং গৌরনদী পৌর সদরের একটি বসত ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
কোতোয়ালি মডেল থানার এএসআই সবুজ জানান, সোমবার দিবাগত গভীররাতে সংঘবদ্ধ চোরেরা সাটার ভেঙে ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে চুরি করে। একপর্যায়ে চোরেরা মা জুয়েলার্সের সিন্দুক বের করে ট্রাকে তোলার চেষ্টা চালায়। এ সময় রাতের মোবাইল ডিউটিকালে পুলিশটিম নিয়ে তিনি (সবুজ) ঘটনাস্থলে উপস্থিত হলে চোরেরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের সাথে থাকা ট্রাক নিয়ে পালিয়ে যায়। হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
অপরদিকে একইদিন রাতে গৌরনদী পৌর সদরের দক্ষিণ বিজয়পুর মহল্লার ব্যবসায়ী আল-আমিনের বাসার গ্রীল কেটে সংঘবদ্ধ চোরেরা গৃহে প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। এ সময় ওই গৃহে কেউ ছিলোনা।