বিয়ের ৫ দিনের মাথায় শ্বশুরের নামে যৌন নিপীড়নের (ধর্ষণ) অভিযোগ করেছেন এক পুত্রবধূ ( ১৮)। রোববার (১০ নভেম্বর) অভিযোগ পাওয়ার পর স্বামীসহ শ্বশুরকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ করৎকান্দি গ্রামে। অভিযুক্ত শ্বশুর হলেন ওই গ্রামের কৃষক আয়ুব আলী। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিমাইচড়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন ও এলাকাবাসী জানান, ৫ নভেম্বর মঙ্গলবার আয়ুব আলীর একমাত্র ছেলে সালাউদ্দিনের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের শীতলাই গ্রামের ওই নারীর। যদিও বাল্যবিয়ে,খাতা-কলমে বয়স ১৮ করা হয়েছে। বিয়ের পর বাবার বাড়িতে গিয়ে রোববার চাটমোহর থানায় এসে শ্বশুরের নামে অভিযোগ দেন ওই নারী। বর্তমানে সে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে চাটমোহর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) সেখ মোঃ নাসীর উদ্দিন জানান,অভিযোগের পরপরই ছেলে ও বাবাকে থানায় নিয়ে আসা হয়। অভিযোগকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠোনো হয়েছিলো। সেখান থেকে নাকি পাবনাতে পাঠানো হয়েছে। তিনি বলেন,এখনো মামলা করতে কেউ আসেনি। অভিযোগকারী না এলে কীভাবে মামলা করবো। দেখি তাকে (অভিযোগকারী) আনতে পাবনায় লোক পাঠাচ্ছি।
নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম কামরুজ্জামান খোকন জানান,এমন ঘটনার কথা শুনেছি। ঘটনা কিভাবে ঘটেছে তা বলতে পারবো না। ৫ দিন আগে বিয়ে হয়েছে ওই মেয়ের। এপরই নাকি শ্বশুর তাকে ধর্ষন করেছে। দোষীর শাস্তি দাবি করেন তিনি।
এলাকার একটি সূত্র জানায়,ওই নারী সালাউদ্দিনের সঙ্গে সংসার করতে চাচ্ছেন না। বাবার বাড়ি বেড়াতে যাওয়ার পর শ্বশুর বাড়ি আর ফিরে আসেননি। দেনমোহরের টাকা আদায় করতেই এমন অভিযোগ এনেছেন। এটা ষড়যন্ত্রও হতে পারে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্রে জানা গেছে, সেক্সুয়াল অ্যাসাল্টের (যৌননিপীড়ন) কারণে তিনি জরুরি বিভাগে এসেছিলেন। পরে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা সদর হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন কর্তব্যরত চিকিৎসক। অভিযোগকারী ওই নারী বা তার পরিবারের কাউকে পাওয়া যায়নি কথা বলার জন্য। তারা নাকি পাবনায় রয়েছে।