শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক দলসহ প্রশাসনে দুর্নীতিবাজদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১১ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।
তিনি আরো বলেন, আমাদের পার্টিতে দূষিত রক্ত আমরা আর চাই না। আমরা বসন্তের কোকিল চাই না। কারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তাদের খোঁজ নেয়া হচ্ছে। প্রশাসনসহ সব সেক্টরের খারাপ লোকদের খুঁজে বের করা হবে।