পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শত শত গাছ পালা বাড়ী-ঘর বিধ্বস্ত হয়েছে। রোপা আমন এবং রবি শষ্যের ব্যপক ক্ষতি হয়ে।
জাওয়াদ আব্দুল্লাহ (৫ বছর) নামের এক শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে। সে গৌরিপুর ইউনিয়নের পৈকখালী গ্রামের শিক্ষক মশিউর রহমান এর ছেলে। এদিকে ঘরের মধ্যে চাপা পড়ে কম পক্ষে ৬ ব্যক্তি আহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১০ টার দিকে ভা-ারিয়ায় ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানতে শুরু করে। এরপর থেকে বাতাশের তীব্রতা বৃদ্ধি পেতে থাকে এবং মহুর্তের মধ্যে উপজেলার বেশ কিছু এলাকা ল- ভ- হয়ে যায়। সড়কের পার্শ্বের বড় বড় গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক খুটি ও তার ছিড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, প্রায় ৩৬ ঘন্টা পড়ে শুধু মাত্র শহরের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা চালু করা হয় তবে এখনও উপজেলার বেশীরভাগ এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের দিনমজুর আবদুল আউয়াল হাওলাদার এর বসত ঘরের ওপর একটি বিশাল আকৃতির কড়াই গাছ উপড়ে পড়ে ঘরটি সম্পূর্ন বিধ্বস্ত হয় এবং ওই পরিবারে ৫ সদস্য ঘরের নিচে চাপা পড়লে এলাকাবাসী প্রায় ৩ ঘন্টা চেষ্ট চালিয়ে তাদের উদ্ধার করে। এদিকে খাদ্য গুদাম সংলগ্ন সড়কে মৎস্যজীবী মো. কবির হাওলাদার, উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের দিন মজুর হারুণ রশিদ, মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার এর বসত ঘরের ওপর একটি গাছ পড়ে ঘরটি বিধ্বস্ত হয় এবং কবির গুরুতর আহত হন। এদিকে ঝড়ে কুয়েত প্রবাসী ইউনুচ আলীর একটি টিন শেড ভবন বিধ্বস্ত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন জানান, প্রায় ১ শ ৬০ হেক্টর জমির প্রায় ৬৪ লক্ষ টাকার রোপা আমন এবং ৪৫০ হেক্টর জমির রবি শষ্য নষ্ট হয়ে গেছে এ ছাড়া পানের বরজ পেপে কলা সহ ব্যপক ক্ষয় ক্ষতি হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, জোয়ারের পানিতে ৭০ টি পুকুরে প্রায় ১৭ মেট্রিকটন মাছ ভেসে গেছে এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২২ লক্ষ টাকা। এদিকে ঝড়ে ২০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘুর্ণিঝড়ের পর থেকে সড়কের গাছ অপসারণে কাজ অব্যাহত রেখেছেন।