আজ সকাল আটটায় খুলনার রূপসায় দেবীপুর মহিলা কলেজের সন্নিকটে মাহিন্দ্রা ও মটর সাইলের মুখোমুখি সংঘর্ষে ফকিরহাট থানার পুলিশ সদস্য গাড়ী চালক নজরুল(৫০) নিহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদস্য নজরুল ইসলাম রূপসা থেকে মোটরসাইকেল যোগে ফকিরহাট থানার দিকে যাচ্ছিলেন। পথে দেবীপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নজরুল মারা যান। তার বাড়ি রূপসার ইলাইপুর নামক স্থানে। তিনি দুই সন্তানের জনক।