সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিয়নের ভাটিমভোগ বাজার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটের মাধ্যমে ৩ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক কাঞ্চন গোড়াপী। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির ২৫১ জন ভোটারের মধ্যে ২৪০ জন ভোট দেন। লুৎফর ১২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আবুল খায়ের বেপারী, তিনি পেয়েছেন ১০২ ভোট। সম্পাদক পদে ১১৫ ভোট পেয়ে বিজয়ী হন কাঞ্চন আলী গোড়াপী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মো. আওলাদ হোসেন, তিনি পেয়েছেন ১১২ ভোট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ¦ লুৎফর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. তাহামিনা আকতার। এ ছাড়া আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, আলহাজ¦ শেখ মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কাসেম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, জেলা শিল্প বিষয়ক সম্পাদক ও বালুচর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবু বকর সিদ্দিক, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও লতব্দি ইউপি চেয়ারম্যান এসএম সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা সুবীর চক্রবর্তি, সাবেক জেলা ছাত্রলীগ সম্পাদক এ্যাড. আবু সাঈদ, যুবলীগ নেতা মাসুদ লস্কর, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পু প্রমুখ।
থানা ওসি তদন্ত আজিজুল হক হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল আইন শৃঙ্খলা রক্ষায় অনুষ্ঠান চলাকালিন দায়িত্ব পালন করেন। বিকাল ৩ টায় প্রধান অতিথি ভোটের ফলাফল ঘোষনার পর ২য় অধিবেশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।