বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় আজ ঘূর্ণিঝড়ের সময় গাছের ডাল ভেংগে হীরা বেগম(২৭) নামের এক নারী মারা গেছেন। মৃতের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেন ফকিরহাট উপজেলা প্রশাসন। মৃত নারী বেতাগার চাকুলী এলাকার মাসুম েেশ্খর স্ত্রী। এ ছাড়া বুলবুলের তান্ডবে ২/৩ জনের আহতের খবর পাওয়া গেছে।