দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ এখনো অরক্ষিত রয়েছে। এজন্য ঘূর্ণিঝড় এলেই মানুষের বেড়ে যায় নানা ভয়। ওই দুই উপজেলার বেড়িবাঁধ নির্মাণ ও সুরক্ষায় অন্তত ৬০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে বছরের পর বছর যাচ্ছে। তবুও বেড়িবাঁধ সুরক্ষিত হচ্ছে না। কারণ; বেড়িবাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের আন্তরিকতার ছাপও নেই কোথাও। বেড়িবাঁধে লাগানো ব্লকগুলো বিক্ষিপ্তভাবে পড়ে আছে। বাঁধের কোথাও নেই ব্লক। আবার কোথাও ব্লকের ওপরের অংশেই রয়েছে বালির বস্তার মহা রাজত্ব। আবার দফায় দফায় প্রকল্পের ব্যয়ও বাড়ানো হচ্ছে। এসব বাঁধ নির্মাণে ও সুরক্ষায় নানা অনিয়মের অভিযোগ উঠলেও প্রতিকার নেই বললেই চলে।
আজ রোববার সরজমিনে জানাগেছে, আনোয়ারা ও কর্ণফুলী উপকূলীয় এলাকার মানুষজনকে রক্ষায় ২শ’৮০ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করছে পাউবো। এতে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট ঠিকাদারদের নানা অনিয়ম-অবহেলায় সময় মত মাটির কাজ, ব্লক ডাম্পিংও শেষ হয়নি। উপকূলীয় বিভিন্ন এলাকায় বেড়িবাঁধের বেহাল দশায় জেলার মধ্যে আনোয়ারা উপকূলকে ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়। এই কারণে ঘূর্ণিঝড় বুলবুল উপকূল দিয়ে অতিক্রম করার সময় উপজেলার রায়পুর, জুঁইদন্ডি, বারশত, বরুমচড়া, বারখাইন ইউনিয়ন ও কর্ণফুলীর নিম্নাঞ্চলের দুই লক্ষাধিক মানুষের মধ্যে প্রচ- আতঙ্ক ছিল। বর্তমানে উপকূলীয় রায়পুর ইউনিয়নের বার আউলিয়া ও জুঁইদন্ডি ইউনিয়নের ২, ৪,ও ৫ নং ওয়ার্ডে বেড়িবাঁধ অরক্ষিত অবস্থায় রয়েছে। তাছাড়া বদলপুরা থেকে জুঁইদন্ডি পর্যন্ত কয়েক হাজার মানুষ বেড়িবাঁধের বাইরে চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এসব এলাকার মানুষ ঘূর্ণিঝড়ের নাম শুনলেই বাড়িঘর ছেড়ে নিকটাত্মীয় ও নিরাপদ স্থানে চলে যান। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম বলেন, ইউনিয়নের অর্ধ লক্ষ মানুষ ঝুঁকিতে বসবাস করছেন। ঠিকাদারের নানা অনিয়ম ও অবহেলায় সময়মত বেড়িবাঁধের মাটির কাজ ও ব্লক ডাম্পিং না করার কারণে ইউনিয়নের তিনটি ওয়ার্ড অরক্ষিত আছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, চট্টগ্রামে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে আনোয়ারা উপকূল। উপকূল রক্ষায় বেড়িবাঁধ নির্মাণে সরকারের ২শ’৮০ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পের মধ্যে ২শ’৫০ কোটি টাকার কাজ হবে আনোয়ারায়। বাকী কাজ হবে কর্ণফুলী উপজেলায়। ২০২০ সালের জুন মাসে ওই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু যেভাবে কাজ চলছে তাতে অগ্রগতি সন্তোষজনক নয়। অন্যদিকে ২০১৫ সাল থেকে এই পর্যন্ত বাঁশখালী উপকূল রক্ষায় ৩০৩ কোটির টাকার প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে। এই প্রকল্প গ্রহণের পর যে সব এলাকায় বেড়িবাঁধ খোলা রয়েছে তার অনেক স্থানে এখনো কাজই করা হয়নি। ফলে সেসব উপকূলীয় এলাকার জনগণের ঘুম হারাম হয়ে যায় ঘূর্ণিঝড়ের কথা শুনলেই। কাজের সমন্বয় ও ধারাবাহিকতা না থাকায় বেড়ীবাঁধের একদিকের কাজ শেষ হতে না হতে অপরদিকে খসে পড়ছে ব্লকের আস্তরণ। সরে যাচ্ছে ব্লকও।
প্রকল্পের কাজের ধীর গতির কারণে অনেকটা হতাশ হয়ে পড়েছেন উপকূলের জনগণ। অভিযোগ উঠেছে- ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারণে জনগণকে রক্ষায় নেয়া বর্তমান সরকারের ওই প্রকল্প অনেকটা ঝিমিয়ে পড়েছে। প্রকল্পের বিষয়ে উপকূলীয় ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম হারুনুর রশিদ বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের কারণে এলাকায় কাজ বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড়ের কথা শুনলেই এলাকার জনগণের ঘুম হারাম হয়ে যায়। খানখানাবাদের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী বলেন, আমার এলাকায় বাঁধের কাজ শেষ পর্যায়ে। তবে ডাম্পিং ব্লকগুলো এলোমেলো হয়ে গেছে। এই বিষয়ে পাউবোর সহকারী প্রকৌশলী আবু তাহের বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাঁধের কাজ করা যাচ্ছে না। ঠিকাদারের অনিয়মের প্রমাণ পেলেই টাস্কফোর্স সরাসরি কাজ বন্ধ করে দেবেন। ২০২০ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।