নেছারাবাদসহ পিরোজপুরের ‘বুলবুল’ ভোর রাতে আঘাত হানলে দুপুর ১টা পর্যন্ত চলতে থাকে তবে ক্ষয়-ক্ষতির সঠিক নির্ধারণ করতে না পারলেও ঘর-বাড়ি বিধস্তÍ হয়েছে শতাধিক। বাতাস বৃষ্টি সেই সাথে বাড়ছে পানির উচ্চাতা।
সাইক্লোন শেল্টারগুলো আশ্রয় নিয়েছে মানুষ। পিরোজপুর সদর, নেছারাবাদ, মঠবাড়িয়া,ইন্দুরকানীর বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে হাজার-হাজার মানুষের ভিড়। পিরোজপুরে সাইক্লোন ‘বুলবুল’ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ২২৮ টি সাইক্লোন শেল্টার থাকা ও শুকনো খাবারের ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট প্রশাসন। পিরোজপুর কন্ট্রলরুমের সুত্রে জানা যায়, পিরোজপুরে ৭ উপজেলায় ২২৮ টি আশ্রয় কেন্দ্রে ১ লক্ষ ৭৩ হাজার মানুষের ধারণ ক্ষমতা থাকলেও আশ্রায় নিয়েছে ৯৪ হাজার মানুষ।
পিরোজপুরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা মঠবাড়িয়া উপজেলার মাঝের চড়ে। সেখানে লোকজন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছে। এসব সাইক্লোন শেল্টারে স্থানীয় প্রশাসন পৌছে দিয়েছে চিড়া,গুড়,মুড়িসহ অন্যান্য শুকনো খাবার। রাখা হয়েছে পর্যাপ্ত পরিমানে সুপেয় পানির ব্যবস্থা। পানি শোধনের জন্য পিরোজপুরের বিভিন্ন উপজেলায় দেয়া হয়েছে ৫০,০০০ পানি শোধন ট্যাবলেট। তাছাড়া জেলা প্রশাসন প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোলরুম খুলেছে। জরুরী সেবার জন্য ফায়ার সার্ভিস রেসকিউ টিম, দুর্যোগ আক্রান্ত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৬৯ টি মেডিকেল টিম রাখা হয়েছে। জেলা পুলিশ দুর্যোগ প্রবণ এলাকাগুলো থেকে পুলিশের ব্যবহৃত গাড়িতে করে লোকজনদের নেয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে। তাছাড়া যেসব এলাকার মানুষজন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে তাদের বাড়িঘরের নিরাপত্তার জন্য পুলিশী টহল জোরদার করা হয়েছে। আশ্রয় কেন্দ্রে নারীদের নিরাপত্তার জন্য দেয়া হয়েছে পুলিশ। ইতোমধ্যে পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন।