বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূঘর্টনারোধে চালকদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে থানা পুলিশের আয়োজনে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) রাজিউর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানুবীস) তরিকুল ইসলাম, থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির, মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, এসআই আইয়ুব আলী, জিন্নুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় চালক ও হেলপারদের নির্ধারিত বাস স্টপেজে বাস থামানো, চলন্ত অবস্থায় বাসের দরজা বন্ধ রাখা, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত গাড়ি না চালানো, গাড়ি চালানোর আগে গাড়ির অন্যান্য কাগজপত্র সঠিক আছে কি না তা দেখে নেয়া, মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি না চালানো, ঘুমঘুম চোখে গাড়ি না চালানোসহ বিভিন্ন বিষয় মেনে চলার জন্য তাদের আহবান জানান।