লক্ষ্মীপুরের চর গজারিয়ায় ‘ঘূর্ণিঝড় বুলবুলের’ আঘাতে গাছ উপড়ে প্রায় শতাধীক বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে।আহতদের তাৎক্ষণিক নাম জানা যায়নি। স্থানীয়া আহদের উদ্ধার করে।
তাদের স্থানীয় ভাবে চিকিৎসা চলছে।
ঘূর্ণিঝড় বুলবুলে লক্ষ্মীপুরের সদর, রায়পুর,রামগঞ্জ, কমলনগর ও রামগতি উপজেলার ৮০-৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে ক্রমেই ঝড় ও বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, বলেন,আশ্রয় নেওয়া দূর্গত মানুষের জন্য ৪৫০ মে.টন চাল,নগদ টাকা ও পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।