গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্জাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করা হয়েছে।
দিবশটি উপলক্ষে রোববার সকালে কালিয়াকৈর সদর বাজার বনিক সমিতি চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাউসুল আযম বৈরাবরী সুলতানীয় দরবার শরিফের পীর আবদুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরী, সৈয়দ মাসুদল কবীর, মুতালেব হোসেন ভান্ডারী, মৌ.আমিনুল ইসলাম, আবু তায়েব মৃধা, সুহেল মিয়া প্রমুখ। পরে মাওলানা আবদুর রহমান মিলাদ শুরু করলে মাওলানা আবদুল হাকিম জিহাদী কেয়াম পরিচালনা করেন। পরে সিরাজুল ইসলাম পীরসাহেব সকলের মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন।