বাংলাদেশ টি-২০ দলের বর্তমান অধিনায়ক মাহমুদুল্লাাহ রিয়াধের মধ্যে ভারতের সাবেক দলপতি মহেন্দ্র সিং ধোনির ছায়া দেখতে পাচ্ছেন দেশটির বাঁ-হাতি পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান। সিরিজের প্রথম দুই টি-২০ ম্যাচে মাহমুদুল্লাহ’র নেতৃত্ব মন জয় করেছে পাঠানের। তাই বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ’র প্রশংসা করলেন তিনি। নাগপুরে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের আগে মাহমুুদুল্লাহ’র প্রশংসা করে পাঠান বলেন, ‘বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। অধিনায়ক হিসেবে মাঠে নজর কেড়েছে মাহমুদুল্লাহ। ম্যাচ চলাকালীন যে ছোট-ছোট পরিবর্তনগুলো এনেছেন, তা খুব কার্যকরী ছিলো।’ মাহমুদুল্লাহ’র ছোট-ছোট পরিবর্তনগুলো দেখে ধোনির কথা মনে পড়েছে পাঠানের। মাহমুদুল্লাহ’র মধ্যে ধোনির ছায়া দেখতে পান তিনি, ‘মাহমুদুল্লাহ’র নেতৃত্বের মধ্যে ধোনির মিল পাওয়া যাচ্ছে। পাওয়ার প্লে’র পর পার্ট টাইম বোলারদের আক্রমণে আনত ধোনি। মাহমুদুল্লাহও একই কাজ করেছেন। পার্ট টাইম বোলারদের ব্যবহার করছেন।’ জয় দিয়ে টি-২০ সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। মুশফিকুর রহিমের ৪৩ বলে হার না মানা ৬০ রান বাংলাদেশকে ৭ উইকেটের জয় এনে দেয়। ফলে প্রথমবারের মত টি-২০ ফরম্যাটে ভারতকে হারায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে অধিনায়ক রোহিতের ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংসে সিরিজে সমতা পায় ভারত। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনাল। সিরিজ জয়ের সুযোগ দু’দলের সামনেই। তবে ভারতের এক সময়কার স্পিনার হরভজন সিং মনে করেন, বাংলাদেশের সাফল্য নির্ভর করছে মুশফিকের উপর। মুশফিকের অভিজ্ঞতা বাংলাদেশকে সাফল্য এনে দিতে পারে বলে জানান হরভজন, ‘মুশফিকুর রহিমের অভিজ্ঞতা প্রচুর। স্পিন ও পেস বোলিং খেলতে দক্ষ মসে। ব্যাটিং লাইন-আপে মুশফিককেই দায়িত্ব নিতে হবে। মাহমুদুল্লাহও বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়।’