আশাশুনি উপজেলার বিভিন্ন সাইক্লোন শেল্টার, আশ্রয় কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মো: বদিউজ্জামান। শনিবার তিনি আশাশুনিতে গমন করেন।
ঘুর্ণিঝড় বুলবুল এর সম্ভাব্য আঘাতে ক্ষয়ক্ষতির হাত থেকে আশাশুনির মানুষকে রক্ষার্থে প্রশাসনের গৃহীত কার্যক্রম ও এলাকার সার্বিক পরিস্থিতি সরেজমিন দেখতে তিনি আশাশুনিতে আসেন। এ সময় তিনি আশাশুনি প্রত্যান্ত ইউনিয়ন প্রতাপনগরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সাইক্লোন শেল্টার, আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত বিভিন্ন স্কুল দেখতে যান। এসব স্থানে সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। উপজেলার উপকুলবর্তী বিভিন্ন এলাকার ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা সম্পর্কে খোঁজ খবর নেন এবং মানুষের সাথে কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, পিআইও সোহাগ কান, স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ তার সাথে ছিলেন।