খুলনার সুন্দরবন উপকুলীয় জনপদ কয়রায় ঘুর্নিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঘুর্ণিঝড় প্রস্তুতি কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা। সভায় উপজেলা চেয়ারম্যান, থানা কর্মকর্তা ইনচার্জ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও কর্মী, সিপিপি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় ধেয়ে আসা ঘুর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জনসাধারণকে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে নিরাপদে পৌঁছাতে জনপ্রতিনিধি সহ সরকারি কর্মকর্তাদের সহযোগিতা করার তাগিদ প্রদান করা হয়। ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় জনসাধরণকে সতর্ক থাকতে এলাকায় মাইকিং করা অব্যাহত রয়েছে। সভায় উপজেলার ৭টি ইউনিয়নের ১১৬ টি সাইক্লোন শেল্টারে আশ্রয় গ্রহনকারী লোকজনের রাতে শুকনা খাবার চিড়া, মুড়ি ও গুড় বিতরনের সিদ্ধান্ত গৃহীত হয়। মেডিকেল টিমের সদস্যদের জনসাধারনের চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়। উপজেলা সিপিপির টিম লিডার ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন লাভলু জানান, সাধারন মানুষের আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য বিভিন্ন ইউনিটে তাদের সদস্যরা কাজ করছে। এদিকে ঘূর্ণিঝড়ে বিপদ কমাতে রাস্তার পাশের সাইনবোর্ড, প্যানা, পোষ্টারসহ বড় বড় বিলবোর্ডগুলি খুলে ফেলতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। একই সাথে মানুষকে নিরাপদ আশ্রয়ের জন্য নিটকবর্তি সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য স্থানীয় মসজিদ থেকে প্রচারণা চালানো হচ্ছে।
শনিবার সকাল থেকে অনেকেই সাইক্লোন শেল্টারে আশ্রয় নিতে শুরু করেছেন। বিশেষ করে পরিবারের বয়স্ক নারী পুরুষ ও শিশুদেরকে আগে ভাগেই সাইক্লোন শেল্টারে পাঠিয়ে দেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে শুক্রবার দুপুরের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত কয়রায় বৈরী আবহাওয়া বিরাজ করেছে। শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে নদীরপানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভাঙার আশংকায় আতঙ্ক দেখা দিয়েছে মানুষের মাঝে। সবচেয়ে বেশি দূশ্চিন্তায় রয়েছেন এলাকার কৃষক ও চিংড়ি চাষীরা। আবহাওয়া অফিসের তথ্য মতে, ঘূর্ণিঝড় বুলবুল দেশের যে কয়টি স্থানে আঘাত হানবে তার মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে খুলনা ও এর পাশ্ববর্তি এলাকা।
শনিবার সকালে খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায় বহু মানুষ উৎকণ্ঠা নিয়ে বেড়ীবাঁেেধর উপর দাঁড়িয়ে আছেন। তাঁরা আশঙ্কা করছেন, ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানলে গ্রামের সামনের বেড়িবাঁধটি ভেঙে যাবে। এতে লোনা পানিতে পুরো এলাকা ভেসে যাবে। এ সময় দেখা যায় অনেকে দড়ি দিয়ে শক্ত করে ঘর-বাড়ি বেঁধে রাখার চেষ্টা করছেন। অনেকে গরু ছাগল নিয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন।
দক্ষিন বেদকাশি ইউনিয়নের ষাটোর্ধ নবা মোল্যা বলেন, ‘দূর্যোগে ভয় পাই না, ভয় পাই বাঁধ ভাঙার। বাঁধ ভাঙলে ক্ষেতের ফসল, বাড়িঘর সব ভেসে যাবে। তখন পরিবার নিয়ে পথে বসতে হবে।’
এলাকা ঘুরে দেখা গেছে, দুর্যোগ পরবর্তি পরিস্থিতি মোকাবেলায় সকলেই ব্যস্ত রয়েছেন। তবে সকলের চোখে মুখে আতঙ্কেও ছাপ স্পষ্ট। তারা বলেন, আইলার ধকল গত ১০ বছরেও কাটাতে পারেনি। এর মধ্যে আবার যদি বাঁধ ভাঙে তাহলে এলাকা ছাড়তে হবে তাদের। তখন আর এলাকায় বসবাসের উপযোগী থাকবেনা বলে ধারনা করছেন তারা।
কয়রার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, ‘অতীতে আমরা দেখেছি যারা দুর্যোগের আশঙ্কার মধ্যে থাকেন তাদের একটি অংশ নানা কারণে সাইক্লোন শেল্টারে যেতে চান না। তবে এবার আমরা এলাকায় ভলেনিন্টয়ার টিম গঠণ করে দিয়েছি। তারা যথা সময়ে লোকজনকে আশ্রয়কেন্দ্রে পৌছে দেবেন।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল কুমার সাহা বলেন, ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র ক্ষয়ক্ষতি মোকাবেলায় আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এজন্য ১২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মজুদ রাখা হয়েছে খাদ্য সামগ্রী। এ ছাড়া ১১৬টি সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন বিদ্যালয় ভবন পাকা ও নিরাপদ স্থাপনায় স্থানীয় জনগনকে নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন ও সিপিপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সতকর্তামূলত প্রচারণা চালানো হচ্ছে।