নগরীর রূপাতলী এলাকার সোনাগাঁও টেক্সটাইল মিলের খাল থেকে শুক্রবার সকালে শাজাহান মৃধা (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি (শাজাহান) বরিশাল সদর উপজেলার চরআইচা গ্রামের মৃত খালেক মৃধার পুত্র।
কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম জানান, বৃদ্ধ শাহাজাহানের পায়ে সমস্যা ছিলো। তিনি বৃহস্পতিবার রূপাতলী এলাকায় আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলেন। তবে রাতে সেই বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এরপর শুক্রবার সকাল দশটার দিকে তার লাশ খাল থেকে উদ্ধার হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।
বরিশালে ক্লীন ইমেজের নেতাদের নামে ফেসবুকে অপপ্রচার
এফএনএস (বরিশাল প্রতিবেদক) : আগামী কাউন্সিলকে সামনে রেখে জেলা ও উপজেলার আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের ক্লীন ইমেজের নেতাকর্মীরা যাতে দলীয় কমিটির গুরুত্বপূর্ন পদে না আসতে পারে সেই লক্ষ্য নিয়ে এবার মাঠে নেমেছে বিতর্কিত নেতাকর্মীরা।
ইতোমধ্যে ক্লীন ইমেজের একাধিক আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদ-পদবীধারি নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। সেক্ষেত্রে বিতর্কিত নেতাকর্মীরা নিজস্ব লোক দিয়ে ফেসবুকে ভূয়া একাউন্ট ও নামসর্বস্ত্র অনলাইন নিউজপোর্টালে আষাঢ়ে গল্প সাজিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ত্যাগী ও নির্যাতিত ক্লীন ইমেজের নেতারা।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মীরা জানিয়েছেন, যারা বিভিন্ন সময় দলের সাইনবোর্ড লাগিয়ে অপকর্ম করে বিতর্কিত হয়েছেন কিংবা দলীয় পদ থেকে বহিস্কার হয়েছেন এখন তারাই আবার কমিটিতে স্থান পেতে ক্লীন ইমেজের নেতাকর্মীদের নামে মিথ্যে অপপ্রচার ছড়াচ্ছেন। এরইমধ্যে বিভিন্ন অভিযোগ উঠায় জেলা ও উপজেলার বির্তকিত একাধিক নেতৃবৃন্দরা দল থেকে সাময়িকভাবে বহিস্কারও হয়েছেন। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজদলের কতিপয় বির্তকিত নেতাকর্মীদের মিথ্যে অপপ্রচারের কারণে এখন বহিস্কারের আতংক দেখা দিয়েছে ক্লীন ইমেজের নেতাদের মধ্যে।
দলের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যতোই বিভ্রান্তি ছড়ানো হোকনা কেন, সঠিক তথ্য প্রমান ছাড়া যেন ক্লীন ইমেজের নেতাকর্মীদের দলীয় পদ থেকে সাময়িকভাবে বহিস্কার করা না হয়। এ জন্য তারা জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে জোর দাবি করেছেন।
তৃনমূল নেতাকর্মীদের মতে, ফেসবুকে ভূয়া একাউন্ট কিংবা নামসর্বস্ত্র অনলাইন নিউজপোর্টালে যতোই আষাঢ়ে গল্প সাজিয়ে বিভ্রান্তি ছড়ানো হোকনা কেন এবার আওয়ামী লীগ ও তার সহযোগী সংঠনের শীর্ষ পদ ত্যাগী ও নির্যাতিত ক্লীন ইমেজের নেতাকর্মীরাই পাবেন।
শোক সংবাদ মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন
এফএনএস (বরিশাল প্রতিবেদক) : অবসরপ্রাপ্ত শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন আহম্মেদ (৮০) বার্ধক্যজনিত কারণে বরিশালের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির......রাজিউন)। তিনি ১ পুত্র, ২ কন্যা রেখে গেছেন। ওইদিন বাদ মাগরিব নগরীর ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু গভীর শোক প্রকাশ করেছেন।