বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়ন বোতরা গ্রামে সুপারি করাকে কেন্দ্র করে বৃদ্ধা স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় নুরুল হক সিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোতরা গ্রামে নুরুল হক শিকদার তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বসবাস করেন। বুধবার সকাল ৮টায় তিনি তার নিজের জমিতে রোপণকৃত সুপারি গাছ থেকে সুপারি পেরে বাড়িতে নিয়ে আসেন। ঘটনার কিছুক্ষণ পরে একই বাড়ির ইদ্রিস ফকিরের স্ত্রী ফাতেমা বেগম ও পুত্রবধু নুরুন্নাহার এসে সুপারি গাছ তাদের বলে দাবি করে সুপারী ফেরত নিতে অশ্লীল ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে ইদ্রিস আলী ফকিরের পুত্র রুহুল আমিন সিকদার এসে বৃদ্ধ নুরুল হক সিকদারকে সুপারি গাছের চারা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। বাধা দিতে গেলে তার স্ত্রী নুরুন্নাহার বেগমকেও ঝাড়ু নিয়ে তারা করে তার কাপড় টানাটানি করে শ্লীলতাহানীর চেষ্টা করেন। তাদের ডাক চিৎকার শুনে এসে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ ইদ্রিস আলী ফকিরের পুত্র রুহুল আমিন সিকদার চরম বখাটে। সে ইতঃপূর্বে তার চাচা রুস্তম আলী শিকদার, চাচাতো ভাই জাকির শিকদার, আপন ছোট ভাই শহীদ শিকদার, পার্শ^বর্তী খলিল হাওলাদারসহ বেশ কয়েক জনকে পিটিয়ে জখম ও লাঞ্ছিত করেন।