২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) প্রকাশিত ওই গেজেটে ২৮টি বিভাগের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
দুই বছরের জন্য ঘোষিত পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চারজন নায়ক। এরমধ্যে দুইজন জিতেছেন পঞ্চমবারের মতো এবং বাকি দুইজন জিতেছেন প্রথমবারের মতো।
২০১৭ সালের ঢাকা অ্যাটাকে অভিনয় করে প্রথমবারের মতো সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন আরিফিন শুভ। তার সঙ্গে সত্তা সিনেমায় অভিনয়ের জন্য যৌথভাবে ২০১৭ সালের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাকিব খান। এবার পঞ্চমবারের মতো এই স্বীকৃতি পাচ্ছেন তিনি।
২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন নায়ক ফেরদৌস। ফেরদৌসের পাশাপাশি যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির জন্য পেলেন এই স্বীকৃতি। এবার নিয়ে পঞ্চমবারের মতো এই পুরস্কার জিতেছেন ফেরদৌস। অন্যদিকে সায়মন জিতেছেন প্রথমবারের মতো।