জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি বলেছেন, দলের শুদ্ধি অভিযানের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকেই ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। তৃণমূল থেকেই দলকে নতুন করে সু-সংগঠিত করা হবে। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধের দল, দেশের উন্নয়নের দল। তাই নতুন কমিটিতে কোন অনুপ্রবেশকারীদের স্থান হবেনা।
বৃহস্পতিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে ত্যাগী নেতাদের সমন্ময়ে নেতৃত্ব বাছাইয়ের জন্যই তৃণমূল পর্যায় থেকে ওয়ার্ড সম্মেলন শুরু করা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেনা, আমাদের প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই আমরা কখন প্রতিহিংসার রাজনীতিতে বিশ^াস করিনা।
মাহিলাড়া ডিগ্রি কলেজের হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ। ইউনিয়ন আওয়ামী লীগের সভপতি আলমগীর হোসেন কবিরাজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, মুক্তিযোদ্ধা সুধীর কুমার দাস বীর প্রতীক প্রমুখ। সভায় তৃনমূলের নেতাকর্মীরা তাদের মতামত দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের একমাত্র অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর কাছে তুলে ধরেন।