জেলার গৌরনদী উপজেলার ওয়ার্ড পর্যায় থেকে নেতৃত্ব বাছাইয়ের লক্ষে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পূর্ব সমরসিংহ সরকারী প্রাথীমক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাম সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর, আওয়ামী লীগ নেতা প্রনব কুমার বাবু দত্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরাত খাণ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দীপ প্রমুখ। সম্মেলনে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের ঢল নামে।