আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে চার সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ধর্ষিতা খালেদা খাতুন (৪০) বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটেছে সোমবার (৪ নভেম্বর) গভীর রাতে ধর্ষিতার মৎস্য ঘেরের বাসায়।
মামলার বিবরণে জানাগেছে, শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের আশরাফ মোড়লের স্ত্রী খালেদা খাতুনের কাছে দোকানের বাকী ছিল। আনুমানিক এক মাস আগে একই গ্রামের গহর ফকিরের তিন ছেলে শহিদ, ছায়দুল ও সাইদ খালেদার স্বামী আশরাফকে পাওনা টাকা নিয়ে কথাকাকাটির একপর্যায়ে মেরে হাত ভেঙ্গে দেয়। এনিয়ে আশাশুনি থানায় মামলা হয়। মামলায় একজন আসামি বাদে বাকি আসামিরা জামিনে মুক্তি পেয়ে মামলার বাদি খালেদাকে মামলা তুলে নিতে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। সোমবার (৪ নভেম্বর) রাতে চাকুরিজীবি স্বামী বাড়িতে না থাকায় প্রতিদিনের মত খালেদা নিজ মৎস্যঘের পাহারা দিতে যায়। ঘুমিয়ে পড়লে গভীর রাতে ঘেরের বাসার দরজায় ধাক্কা দিলে খালেদার ঘুম ভেঙ্গে যায়। এত রাতে কে জানতে চাইলে পূর্বের মামলার আসামি শহিদ বলে, তোকে মামলা তুলে নিতে বলেছি। তুই যখন মামলা তুলবিনা, আজ তোর জীবনের সব আশা মিটিয়ে দেব। বলা মাত্র বাসার দরজা ভেঙ্গে ভেতরে শহিদ ও অজ্ঞাতনামা আসামিরা তাকে জাপটে ধরে মুখ বেঁধে পরনে থাকা জামাকাপড় ছিড়ে পালাক্রমে ধর্ষন করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাত্ব জখম করে। তার ডাক চিৎকারে পার্শ্ববর্তী তার বোন ময়না খাতুন, রাবেয়া ও সাকিলসহ অন্যরা ঘটনাস্থলে পৌছে তাকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে পরদিন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করে ৭(১১)১৯ নং মামলা রুজু করা হয়েছে।
পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ আবদুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতার অভিযোগ নিয়ে থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ধর্ষিতাকে মেডিকেল টেষ্টের জন্য জেলা সদরে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।