একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করাই কি আমার অপরাধ এসব কথা বলে সংবাদ সম্মেলনে করেছেন দিনাজপুরের উদীয়মান রাজনৈতিক এবং স্বাচিপ নেতা ডা: মো: শাহজাদ হোসেন সাজ্জাদ।
সংবাদ সম্মেলনে তিনি পরিবারসহ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য কামনাও করেছেন।
বুধবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে পরিবার পরিজনসহ নিজের জীবনের নিরাপত্তা চেয়ে উপর্যুক্ত বলেন ডা: শাহজাদ হোসেন সাজ্জাদ।
তিনি লিখিত বক্তব্যে বলেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ি) আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হওয়ার কারণে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি‘র রোষানলে ও বিরাগভাজন হয়ে বিভিন্ন সময়ে শাররীক মানসিক ও সামাজিক ভাবে নির্যাতিত নিপিড়িত হচ্ছি। তার মদদপুষ্ট সন্ত্রাসীরা আমাকে নানাভাবে হামলা, অত্যাচার-নির্যাতন এবং হত্যার হুমকী প্রদান করছে। তিনি জানান, ২০১২ সালের ৯ ডিসেম্বর পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলাম এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছি। আমি জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হওয়ায় গঠনতন্ত্রের কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই আমাকে দায়িত্ব হতে অব্যাহতি দেন এবং সভাপতি পদে মোশাররফ হোসেন সমাজকে অনিয়মতান্ত্রিকভাবে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করেন। এ বিষয়ে দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সা: সম্পাদক ওবায়দুল কাদের বরাবরে লিখিত অভিযোগ করেছি।
তার পরে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে গত ২৮ অক্টোবর পৌর আওয়ামী লীগের ওর্য়াড কাউন্সিল চলাকালিন সময়ে ৭/৮ জন সন্ত্রাসী আমাকে নির্দয়ভাবে পিটিয়ে আহত করে। দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গত ৩ নভেম্বর দিনাজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং ৫ (পার্বতীপুর) একটি মামলা করা হয়,মামলা নং সি.আর -৩২১/২০১৯ (পার্বতীপুর)।
সংবাদ সম্মেলনে স্ত্রী সানজিদা শবনম, প্রতিবেশী মো: জহুরুল ইসলাম ও শংকর কুমার মোহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন।