সাওতাল হত্যার বিচারসহ ৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে মানববন্ধন করেছে আদিবাসী পরিষদ, দিনাজপুর জেলা কমিটি ও হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম যৌথভাবে।
বুধবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে সাওতাল হত্যার বিচারের দাবীতে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন সাওতালদের পৈত্রিক সম্পত্তি ফেরত, আদিবাসি হত্যা, অগ্নি সংযোগ, লুটপাট, ভাংচুর, নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণ প্রদানসহ ৭ দফা দাবী জানান।
জাতীয় আদিবাসী পরিষদ, দিনাজপুর জেলা কমিটি ও হিউম্যান রাইটস্্ ডিফেন্ডার ফোরামের যৌথ উদ্যোগে সিবানী উড়াও এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা শাখার সম্পাদক বদিউজ্জামান বাদল, সিডিএ নারী ক্ষতায়নের ব্যবস্থাপক সাদিয়া জেরিন, আদিবাসী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আইইডি’র (আইপি) ফেলো নেলসন মার্ডী, জপেয়া সংগঠনের সম্পাদক সোম হেম্ব্রম, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সদস্য কৃষ্ণ পিয়া মুমর্ুূ।
সঞ্চালনায় ছিলেন দিনাজপুর জেলার আদিবাসী ছাত্র পরিষদের সহ-সভাপতি লাবু বেসরা।