আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শে^তপুর দাশপাড়া জগদ্ধাত্রী পূজা মন্দিরে ধুমধামের সাথে সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
৫ নভেম্বর মঙ্গলঘট স্থাপন ও মঙ্গল প্রদ্বীপ প্রজ্জলের মধ্যদিয়ে পূজা শুরু হয়। ৬ নভেম্বর সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া উলুর ধ্বনী ও শঙ্খ ধ্বনির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর রাত্র ১০ টায় যাত্রা পালা “কাজল রেখা” মঞ্চস্থ করা হবে। ৮ নভেম্বর রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৯ নভেম্বর রাত্র ১০ টায় যাত্রাপালা “পুষ্পমালা” মঞ্চস্থ হবে। ১১ নভেম্বর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে পূজা শেষ হবে।