আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মান ও ঊর্ধ্বমুখী ভবন নির্মানের জন্য পিইডিপি-৪ অনুমোদন দিয়েছে।
উপজেলার বহু স্কুল রয়েছে, যা খুবই জীর্ণশীর্ণ। অনেক স্কুল রয়েছে যেখানে শিক্ষার্থীনুযায়ি আসন সংখ্যা অপ্রতুল। এমন কিছু বিদ্যালয় রয়েছে যেখানে যাতয়াত ব্যবস্থা খুবই নাজুক। এমন বিদ্যালয়গুলোর মধ্য হতে ১৬ টি নতুন ভবন নির্মান এবং ৬টি উর্ধমুখী সম্প্রসারণ ভবন নির্মানের জন্য পিইডিপি-৪ অনুমোদন প্রাপ্ত হয়েছে। নতুন ভবন নির্মানের জন্য অনুমোদিত স্কুল গুলোর মধ্যে ফকরাবাদ সরঃ প্রাথিমিক বিদ্যালয় (৩ কক্ষ বিশষ্ট), উত্তর বড়দল সঃ প্রাঃ বিদ্যালয় (৪ কক্ষ), শে^তপুর স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), রামনগর স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), নাকনা স/প্রা বিদ্যালয় (৫ কক্ষ), মধ্যম বেউলা স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), কুঁন্দুড়িয়া স/প্রা বিদ্যালয় (৫ কক্ষ), কুল্যা বেনাডাঙ্গা স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), উত্তর দাঁদপুর স/প্রা বিদ্যালয় (৭ কক্ষ), গুনাকরকাটি স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), পাইথালী স/প্রা বিদ্যালয় (৫ কক্ষ), দুর্গাপুর স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), বৈকরঝুটি স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), বিল বকচর স/প্রা বিদ্যালয় (৩ কক্ষ), বড়দল মেছের আলি স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ) ও যদুয়ারডাঙ্গা স/প্রা বিদ্যালয় (৫ কক্ষ বিশিষ্ট) ভবন নির্মান করা হবে। এ ছাড়া উর্দ্ধমূখী সম্প্রসারনের আওতায় বদরতলা স/প্রা বিদ্যালয় (৭ কক্ষ), মাদিয়া স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), কাদাকাটি স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ), সুভদ্রাকাটি স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ) ও তুয়ারডাঙ্গা স/প্রা বিদ্যালয় (৪ কক্ষ বিশিষ্ট) ভবন নির্মানের জন্য অনুমোদিত হয়েছে।
উপজেলা প্রকৌশলী মোঃ আক্তার হোসেন বলেন, পিইডিপি-৪ অনুমোদিত এসব বিদ্যালয়ের তালিকা তারা পেয়েছেন। পাওয়ার পর বিদ্যালয় নির্মানের জন্য সম্ভাব্য স্থানের সয়েল টেষ্ট করা হচ্ছে।