কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার বলেছেন, বর্তমান সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন করে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে গাইটাল বাস টার্মিনালে পরিবহন মালিক সমিতির অফিসে সড়ক পরিবহন আইন ২০১৮ সংক্রান্তে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আইনের মাধ্যমে কাউকে হেনস্থা বা ছোট করার জন্য আইন প্রণয়ন করা হয় না। মানুষের কল্যাণের জন্য আইন প্রণয়ন হয়। জনস্বার্থে তা কার্যকর করা হয়। আইনটি যথাযথভাবে প্রয়োগ করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। পুর্বে দু‘শ বছর আগের বৃটিশ আমলে প্রণয়নকৃত সড়ক আইনে প্যানেল কোড-এ বিচার করা হতো। এ আইনটি সংযোজন বিয়োজন করে বর্তমান সরকার আরও উন্নত করে মানুষের প্রয়োজন ও কল্যাণে উপযোগী করেছে। সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার জন্য সমাজের সর্বমহলের প্রতি তিনি আহবান জানান।
কিশোরগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক লেলিন রায়হান শুভ্র শাহীনের সভাপতিত্বে কর্মশালায় আলোচনায় অংশ নেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি হেলাল উদ্দিন মানিক, অনন্য পরিবহনের চেয়ারম্যান আনিসুজ্জামান বাবুল, সনাক সভাপতি সাইফুল হক মোল্লা দুলু, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, মটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কাইছার আহমেদ কাইয়ুম,পরিবহন নেতা অসীম সরকার বাঁধন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক বিলকিছ বেগম, গাইটাল বাস স্টেন্ড এর সদস্য সচিব আবদুল খালেক প্রমুখ।
পরে প্রধান অতিথি বাস টার্মিনালের বাসগুলোতে সড়ক পরিবহন আইন ২০১৮ সংক্রান্ত সচেতনতামুলক সম্বলিত স্টিকার ও লিফলেট বিতরণ করেন। এ সময় পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।