‘সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলার সর্বোত্তম উপায়’-এ শ্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় দিনাজপুরের বীরগঞ্জ ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলনের মাধ্যমে সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, বীরগঞ্জ ফায়ার সার্ভিস এর সাব-অফিসার নির্মল কুমার রায় সহ সকল সদস্য।
উল্লেখ্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ উদযাপনে আজ থেকে নানা কর্মসূচি ১২ নভেম্বর পর্যন্ত পরিচালিত হবে।