‘সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়’ এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের বাবুগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মহড়া র্যালী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক এ কর্মসুচির আয়োজন করেন। এ উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র আয়োজনে বুধবার সকাল ১০ টায় এক র্যালী বের হয়। র্যালীটি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্স ষ্টেশন থেকে শুরু হয়ে কলেজ গেট’র বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস ষ্টেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ কাজী ইমদাদুল হক দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ মোঃ মিজানুর রহমান, অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সভাপতি মুকিতুর রহমান কিসলু, বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃ মাইনুল হোসেন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃধা.মুঃ আক্তার-উজ-জামান মিলন, উপজেলা সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার আনিসুর রহমান শিকদার, ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মোঃ এনামুল হক সুমনসহ ফায়ার সর্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জনগনের সেবায় আরো সচেষ্ট হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে অফিস প্রঙ্গণে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।