স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের যে সব নেতাকর্মী দলের জন্য শহীদ হয়েছেন অথবা স্বাভাবিক মৃত্যুবরন করেছেন, তাদের সবার রুহের মাগফিরাত কামনায় প্রতি বছরের (ইংরেজী নববর্ষ) প্রথমদিন অর্থাৎ ১ জানুয়ারি শোকসভা এবং দোয়া-মিলাদের আয়োজন করার ঘোষণা দেয়া হয়েছে। ব্যতিক্রমধর্মী এ উদ্যোগ গ্রহণ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বুধবার সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণে অনেককে তাক লাগিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার এ উদ্যোগ রাজনীতিতে মহতি হিসেবেই দেখছেন সর্বস্তরের মানুষ।
এর আগে মঙ্গলবার রাতে মেয়র তার ফেসবুকে এ-সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি প্রতিবছর ১ জানুয়ারি জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের স্মরণে শোকসভা, দোয়-মিলাদা ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালনের কথা উল্লেখ করেছেন।
মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিটি মেয়রের এমন ঘোষণায় তার ফেসবুক পোস্টে মন্তব্য করে সাধুবাদ জানিয়েছেন অনেকে। আর এ উদ্যোগ সংগঠনের প্রয়াত নেতাদের বর্তমান নেতাদের মধ্যে বাঁচিয়ে রাখবে বলে মনে করছে সুশীল সমাজ।