বিরলে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদ সরকারি নীতিমালা অনুযায়ী খাস জমি ও জলাশয় দ্রুত বন্দোবস্তের দাবিতে র্যালী, সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা ভূমিহীন সমন্বয় কমিটির আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) এর সহায়তায় র্যালী ও সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ১৭ দফা দাবি সম্বলিত ও নৌপরিবহন প্রতিমন্ত্রী বরাবরে উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা ভূমিহীন সমন্বয় কমিটির সভাপ্রধান লুৎফর রহমান, জনসংগঠনের সদস্য শহিদুল ইসলাম, জেলা ভূমিহীন সমন্বয় কমিটির সদস্য সুজন চন্দ্র রায়, রাজকুমার রায়, মফিজ উদ্দীন, মোসলেম উদ্দীন, আবদুস সালাম, নুর জাহান বেগম প্রমূখ।