অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক (প্রকৌশলী) রমিজ দম্পতির বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা দুদকে সহকারী পরিচালক মো. জয়নুল আবেদীন।
সালমা পারভীনের স্থাবর সম্পদ: সালমা পারভীনের নামে মিরপুরের মল্লিকা মিল্ক ভিটা রোডে ২৮ নম্বর বাড়ির চারতলায় একটি ফ্ল্যাট রয়েছে। এটির মূল্য ৪০ লাখ টাকা। সাড়ে ৭ লাখ টাকার কৃষিসম্পদ পাওয়া আছে তার নামে। মুরাদনগর উপজেলায় রমিজ উদ্দিনের স্ত্রীর নামে ৫০ বিঘা জমি রয়েছে।
অস্থাবর সম্পদ: অস্থাবর সম্পদের মধ্যে ৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার, ১৮ লাখ ৫০ টাকা মূল্যের প্রাইভেটকার, ২ লাখ ৮০ হাজার টাকার আসবাবপত্র, ২ লাখ ৭০ হাজার ৫০০ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এবং ব্যাংকে গচ্ছিত ৯ লাখ ৮৩ হাজার ২৪২ টাকার সম্পদের তথ্য পেয়েছে তদন্ত কর্মকর্তা।
তিন কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে এবং মানিলন্ডারিং আইনে ডিপিডিসির নির্বাহী পরিচালক মো. রমিজউদ্দীনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ ছাড়া গত ২৭ অক্টোবর রমিজউদ্দীনের সম্পত্তি ক্রোক করেছে দুদক।
সরকারি চাকরীকালীন আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে বাধ্যতামূলক দুই মাসের ছুটিতে পাঠানো হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. রমিজউদ্দীন সরকারকে। গত ৩০ অক্টোবর থেকে আগামী ৩১ ডিসেম্বর পযর্ন্ত চাকরীবিধি ৭.৬ অনুসারে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে ২০১৮ সালে দুর্নীতির অভিযোগ আসে কমিশনে। এই অভিযোগের অনুসন্ধান করেন রমিজ উদ্দিন সরকারের বিরুদ্ধে মামলার বাদী।