থানার একাধিক মামলার এজাহার ভুক্ত আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে এখনো ধরা ছোয়ার বাইরে মামলার আসামীরা। এনিয়ে মামলার বাদীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল আলম করিম খাঁন জানান, গত ২৫ সেপ্টেম্বর উপজেলার মুন্ডপাশা গ্রামের মৃত বাবুল বেপারীর পুত্র শাকিল মাহামুদ বাচ্চু দলবল নিয়ে ব্যবসায়ী করিম খানের দোকানে হামলা দোকানপাট ভাংচুর ও তাকে পিটিয়ে আহত করে ক্যাশের টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই শাকিল মাহামুদ বাচ্চুসহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারণে এখনো ধরা ছোয়ার বাইরে আসামীরা। উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাকিল মাহামুদ আউয়াল জানান, অতি সম্প্রতি শিকারপুর বন্দরে তিনি (আউয়াল) ফার্মেসী দেওয়ার জন্য দোকানে কাজ শুরু করলে বাচ্চু ও তার সহযোগীরা মোটা অংকের চাদা দাবী করে। বাচ্চুর দাবীকৃত চাঁদা না দেওয়ায় ২৫ সেপ্টেম্বর বিকেলে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট আদালতে মামলা দায়ের করলেও রহস্যজনক কারণে এখনো ধরা ছোয়ার বাইরে আছে বাচ্চু ও তার সহযোগীরা। তিনি আরও জানান, এর আগেও বাচ্চুর বিরুদ্ধে শিকারপুর ক্যাম্প পুলিশের উপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা, ব্যাংক জালিয়াতি, ডাকাতীর চেষ্টা ও মারধরের একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় জামিনে থাকার কারনেই একের পর এক অপরাধ করলেও থানা পুলিশের নিরবতায় আরো বেপরোয়া হয়ে উঠছে বাচ্চু ও সহযোগীরা। এ বিষয়ে উজিপুর মডেল থানার ওসি শিশির কুমার পালের কাছে জানতে চাইলে তিনি মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পরামর্শ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উজিরপুর মডেল থানার এসআই ছগির হোসেন জানান, তিনি জরুরী কাজে থানা এলাকার বাহিরে আছেন। তাই এ বিষয়ে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।