দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয় প্রাঙ্গণে বিজয় ফুল উৎসব-২০১৯ এর জেলা পর্যায়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী করা হয়েছে। সকাল ১১টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে এ সকল প্রতিযোগিতার অনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রতিযোগিদের বিভিন্ন নিয়ম ও বিষয় সম্পর্কে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফ্জ্জুামান আশরাফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সানিউল ফেরদৌস, বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম প্রমুখ। বিজয় ফুল তৈরী প্রতিযোগিতার মধ্যে কল্প রচনা, কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, চলচিত্র নির্মাণ, দেশাত্ববোধক সঙ্গীত ও জাতীয় সংগীত।