ওয়ার্ড পর্যায় থেকে নেতৃত্ব বাছাইয়ের লক্ষে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে খাঞ্জাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গভেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কালু হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর, খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমদাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরাত খাণ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দীপ প্রমুখ।