সাতক্ষীরার তালা উপজেলার তালা বিদে সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধাংশু সরকার আইসিটির উপর প্রশিক্ষন গ্রহনের জন্য ১৪ দিনের সরকারী সফরে গতকাল বেলা ১১টায় থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানে ঢাকা ত্যাগ করেছেন। আগামি ১৯ নভেম্বর তিনি দেশে ফিরবেন। সুধাংশু সরকার ২০১৬ ও ১৮ সালে তালা উপজেলার শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক হিসাবে নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি তালা উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে। তিনি সকলের নিকট দোয়া আশীর্বাদ কামনা করেছেন।