কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার চরপুমদী নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিসের চাবি হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে চরপুমদী ইউনিয়ন ভূমি অফিসে এই চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, পুমদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান মাহবুব, কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম খায়রুল, পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিনহাজ উদ্দিন কাজল, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সুভাস চন্দ্র প্রমুখসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রায় ৭২ লাখ টাকা ব্যয়ে এই ভূমি অফিস ভবন নির্মাণ করা হয়।