বাকেরগঞ্জের কলসকাঠীতে গতকাল ৫ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজা। বর্ণাঢ্য আয়োজন, বর্নিল আলোক সজ্জায় লক্ষাধিক লোকের সমাগমের মধ্য দিয়ে শত বছরের ঐতিহ্য নিয়ে উপজেলার কলসকাঠীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩দিন ব্যাপি শ্রী শ্রী সার্বজনিন জগদ্ধাত্রী পূজা উৎসব। লাখো মানুষের সমাগমে অনুষ্ঠিত হবে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী উৎসব। বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলের মধ্যে একমাত্র কলসকাঠীতেই প্রতি বছর এ পূজা অনুষ্ঠিত হয়। প্রথম দুদিন এ পূজা উপভোগ করতে ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শণার্থীর ঢল নামে কলসকাঠীতে। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য তোড়ন। সাজসজ্জায় যেন কোনো মন্দির পিছিয়ে নেই। কলসকাঠী কালী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, জনতা ব্যাংকের গলিতে কর্মকার পাড়ার এবং বাজারের রাস্তায় রাস্তায় দেশ-বিদেশের ব্যবসায়ীরা বিভিন্ন দোকানে খেলনাসহ পশরা সাজিয়ে বসে। প্রতি বছরের ন্যায় এ বছরও কলসকাঠীতে মোট ৯ টি মন্দিরে অর্থাৎ ৩টি মন্দিরে সার্বজনীন ও ৬ টি মন্দিরে পারিবারিকভাবে এ পূজা উদযাপিত হবে। প্রতিমা তৈরি, সাজসজ্জা ও লাইটিং প্রতিযোগীতায় দুটো মন্দির শীর্ষ অবস্থানে রয়েছে। একটি কালী বাড়ি পূজা মন্দির ও আরেকটি সৎ সংঘ পূজা মন্দির। পূজা উপলক্ষে প্রতিদিনই মন্দিরে মন্দিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠান পরিবেশিত হয়।
কলসকাঠী কালী বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চন্দ্রনাথ মুখার্জী (চাঁন), সহ-সভাপতি বিশ্বজিৎ দাস সৈকত, দুলাল ঘোষ, দুলাল দাস, বাবুল দত্ত, তপন নন্দি, সম্ভুনাথ পাল, সাধারন সম্পাদক রবিন্দ্রনাথ কুন্ডু (রবি), যুগ্ন-সম্পাদক মিলন দাস, সুজয় বিশ্বাস, অজিত মালাকর, নিত্য কুন্ডু, সমর তালুকদার, কোষাধ্যক্ষ বাবু তাপস দত্ত প্রমুখ। সৎসঙ্গ পূজা উদযাপন কমিটির সভাপতি হলেন উত্তম কুমার কর্মকার ও সাধারণ সম্পাদক, কানাই কর্মকার।
জগদ্ধাত্রী পূজা উদযাপন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বাবু চঞ্চল কুমার গাঙ্গুলী, অরুন কুমার দাস খোকন, পরিমল কুন্ডু, আশীষ কুমার গাঙ্গুলী (সাধন), তরুন কুমার গাঙ্গুলী, কেশব লাল সাহা, প্রদিপ কুমার রুদ্র, সান্টু লাল সরকার, বাবু লাল সেন, উত্তম কুমার সেন, আশীষ কুমার শিকদার, তপন কর্মকার প্রমূখ।