স্বেচ্ছাসেবী সংগঠন গর্বের বাকেরগঞ্জের পরিচালনা পর্ষদ গঠনের লক্ষে ৩৩ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়েছে। প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এড. মোজাম্মেল হোসেন মোহনকে আহ্বায়ক ও নাট্যকার সাইফুর রহমান কাজলকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। গর্বের বাকেরগঞ্জের সম্মেলন প্রস্তুত কমিটির প্রধানতম কাজ হবে আগামি এক মাসের মধ্যে কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে সংগঠনের পরিচালনা পরিষদ গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন মোহন এ তথ্য নিশ্চিত করেন। গর্বের বাকেরগঞ্জের সম্মেলন প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যরা হলেন কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ এনামুল হক, যুগান্তরের স্টাফ রিপোর্টার আল আমিন মিরাজ, প্রকৌশলী মাকসুদুর রহমান, সাংবাদিক দানিসুর রহমান লিমন, মোঃ মামুন খান, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান রুবেল, মোঃ সালাউদ্দিন সুমন, নেক্সট নিউজের চিফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, যুগান্তর রিপোর্টার তালুকদার মোঃ জুয়েল, সাংবাদিক শফিকুল আলম নাসির, মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, পুস্তক প্রকাশক রেজাউল ইসলাম, সাংবাদিক মোঃ মাসুদ সিকদার, খন্দকার আজাদ, কেএম সাইফুল ইসলাম, মানবাধীকার কর্মী দীপ্তি রানী শীল, ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন, এম আর হোসেন সায়েম তালুকদার, জারিয়াত ইসলাম সজিব, সফিকুল ইসলাম বাদল খান, মোঃ আসাদ খান, মোঃ জাকির হোসেন, মোঃ তানজিল হোসেন, সাংবাদিক মোঃ শফিক খান, মোঃ করিম হোসেন, মোঃ নয়ন হোসেন, মোঃ আল আমীন,মোঃ আলম হাওলাদার, জি এম শাওন প্রমূখ।