সরকারি চাকরীকালীন আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে বাধ্যতামূলক দুই মাসের ছুটিতে পাঠানো হয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রকৌশল) মো. রমিজউদ্দীন সরকারকে। তার ছুটিকালীন সময়ে যাবতীয় দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ার) বিকাশ দেওয়ান (এমডি)।
সোমবার (০৪ নভেম্বর) বিকালে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের নির্বাহী পরিচালক মো. রমিজউদ্দীন সরকার ৩০ অক্টোবর থেকে আগামি ৩১ ডিসেম্বর পযর্ন্ত চাকরীবিধি ৭.৬ অনুসারে বাধ্যতামূলক ছুটিতে প্রেরণ করা হয়েছে।
এতে আরও বলা হয়, উল্লিখিত ছুটির সময়ে ৩৮দিন অর্জিত (সম্বনয়পূর্বক) এবং অবশিষ্ট ২৫ দিন অসাধারণ ছুটি (বিনা বেতনে) হিসেবে গণ্য হবে।
অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, ৩ নভেম্বর থেকে মো. রমিজউদ্দীন সরকারের প্রদত্ত ছুটি কালীন সময়ে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক, এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ার) বিকাশ দেওয়ান যাবতীয় দ্বায়িত্ব পালন করবেন। যার স্মারক নম্বর, ৮৭. ৪০৪. ৪২৭. ০২. ০৬৭. ২০১৪(৭).১৪১১।
প্রঙ্গসত, তিন কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে এবং মানিলন্ডারিং আইনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের নির্বাহী পরিচালক মো. রমিজউদ্দীনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ ছাড়া গত ২৭ অক্টোর ২০১৯ রমিজউদ্দীনের সম্পত্তি জব্দ করেছে দুদক।
গত দুই বছরে টেন্ডারের মাধ্যমে ঢাকা- নরায়ণগঞ্জে ৫ টি বিদ্যুতের উপ-কেন্দ্র (গ্রীড)নির্মাণ কাজ করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্র গুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে,রাজারবাগ পুলিশ লাইনে, বনশ্রী, মুগদা এবং নারায়ণগঞ্জে।
আজ ৪ নভেম্বর থেকে ডিপিডিসির এমডি বিকাশ দেওয়ান ওই দপ্তরের সার্বিক দায়িত্ব পালন করবেন।উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী তিন বছর মেয়াদে ডিপিডিসির ৯ টি ডিভিশন ডিএসএস-এর কাজ ঠিকাদারি একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এই প্রকল্পের টেন্ডার হয় প্রায় ২৮ কোটি টাকা। রাজধানীর কাওরান বাজারে ভূগর্ভস্থ একটি সাব-স্টেশন স্থাপন করা হবে। এই মেগা প্রকল্পে জাইকা ঠিকাদারি প্রতিষ্ঠান ২ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ধানমন্ডি এলাকায় নতুন করে ভূগর্ভস্থ একটি সাব-স্টেশন স্থাপনে ২০ হাজার কোটি টাকা জি টু জি একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। রমিজ উদ্দিন সরকারের আওতায় এসব প্রকল্প।